204 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হিন্দু ও মুসলমানদের মৌলিক পার্থক্য হলো - 

মুসলমানগণ ঈমান এনেছেন এবং মনেপ্রাণে বিশ্বাস করেছেন - (১) আল্লাহ তা'আলার উপর, (২) তাঁর ফেরেশতাদের উপর, (৩) তাঁর অবতীর্ণ কিতাবসমূহের উপর, (৪) তাঁর প্রেরিত রাসূল (পয়গাম্বর) গণের উপর, (৫) কিয়ামত দিবসের উপর এবং (৬) এ কথার উপর যে, তাকদীরের ভালো বা মন্দ যা কিছুই হয় তা আল্লাহর পক্ষ থেকে হয় এবং (৭) এ ব্যাপারে ঈমান এনেছি যে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে। 

 এছাড়া মুসলমানগণ আল্লাহ্ তা'য়ালার ওয়াহদানিয়াত তথা একত্ববাদে বিশ্বাসী। মহান আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় মানেন, তাঁর সাথে অন্য কাউকে সত্ত্বাগত বা ক্ষমতা, রাজত্ব ও কুদরতে বা আল্লাহর গুণাবলীর মতো গুণাবলীতে মুসলমানগণ শরিক তথা অংশীদার সাব্যস্ত করেন না। মুসলমানগণ আল্লাহ্ তা'য়ালার পিতামাতা, পুত্রকন্যা স্ত্রী ও পরিবার পরিজন এবং আল্লাহ্ তা'য়ালার আত্মীয়স্বজন এর বিশ্বাস থেকে পুতপবিত্র। মুসলমানগণ আল্লাহ্ তা'য়ালাকেই ইবাদতের একমাত্র উপযুক্ত মনে করেন এবং শুধুমাত্র তাঁরই ইবাদত-উপাসনা করেন। তিনি ব্যতীত অন্য কাউকে মুসলমানগণ ইলাহ্ মানেন না, ইবাদতের উপযুক্ত মনে করেন না এবং অন্য কারও ইবাদত করেনও না। মুসলমানগণ আল্লাহ্ তা'য়ালার সম্পর্কে এ বিশ্বাসে বিশ্বাসী যে, আল্লাহ্ তা'য়ালা দৃশ্য ও অদৃশ্য সমস্ত বিষয় জানেন, তাঁর কাছে কোনোকিছুই গোপন নেই। তিনি মহা শক্তি ও ক্ষমতার অধীকারী, তাঁর ক্ষমতায় কেউ অংশীদার নেই। তিনিই আসমান-জমিন চন্দ্র সূর্য, নক্ষত্র, মানুষ, ফিরিশতা, জ্বীন তথা সমগ্র মহাবিশ্ব ও মহাবিশ্বের মাঝে যা কিছু আছে, সবই আল্লাহ্ তা'য়ালাই সৃষ্টি করেছেন এবং তিনিই এই মহাবিশ্বের একমাত্র মালিক ও পরিচালক। সৃষ্টের জন্ম ও মৃত্যু একমাত্র তারই হুকুমে হয়ে থাকে। তিনিই সমগ্র সৃষ্টির রিযিকদাতা। তিনি পানাহারও করেন না এবং নিদ্রা ও তন্দ্রাও যান না। তাঁকে কেউ সৃষ্টি করে নি, তিনি নিজে থেকেই অস্তিত্বশীল, নিজে থেকেই সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন, তাঁর শুরুও নেই, শেষও নেই। পৃথিবীসহ মহাবিশ্বের সবাই তাঁর মুখাপেক্ষী, তিনি কারও মুখাপেক্ষী নন, তাঁর কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি তুলনাহীন, কোনোকিছুই তাঁর মত নেই। তিনি যাবতীয় দোষত্রুটি ও দূর্বলতা থেকে মুক্ত ও পবিত্র। তিনি সৃষ্টিজীবের মত হাত, নাক, কান, পা প্রভৃতি আকার আকৃতি অবয়ব থেকে পবিত্র। তিনি ফিরিশতাদেরকে সৃষ্টি করে পৃথিবীসহ মহাবিশ্বের বিভিন্ন ব্যবস্থাপনা ও বিশেষ বিশেষ কাজে নিয়োগ করে দিয়েছেন। তিনি সৃষ্টিজীবের হেদায়েতের জন্য পয়গাম্বর তথা নবী রাসূল পাঠিয়েছেন। 

পক্ষান্তরে হিন্দুগণ - (১) আল্লাহ তা'আলার উপর, (২) তাঁর ফেরেশতাদের উপর, (৩) তাঁর অবতীর্ণ কিতাবসমূহের উপর, (৪) তাঁর প্রেরিত রাসূল (পয়গাম্বর) গণের উপর, (৫) কিয়ামত দিবসের উপর এবং (৬) এ কথার উপর যে, তাকদীরের ভালো বা মন্দ যা কিছুই হয় তা আল্লাহর পক্ষ থেকে হয় এবং (৭) এ ব্যাপারেও ঈমান বা মনেপ্রাণে বিশ্বাস রাখে না যে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে - এ বিষয়গুলোর উপর তারা ঈমান আনে না ও বিশ্বাস স্থাপন করে না।

 এবং উপরে মহান আল্লাহ্ তা'য়ালার যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, তাতে হিন্দুগণ বিন্দুমাত্রও ঈমান আনে না, মনেপ্রাণে  বিশ্বাস স্থাপন করে না এবং স্বীকার করে না। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
11 অক্টোবর, 2023 "সাধারণ" বিভাগে প্রশ্ন করেছেন Limon54
1 টি উত্তর
2 টি উত্তর

36,084 টি প্রশ্ন

35,317 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,759 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
4 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 4 জন অতিথি
আজকে ভিজিট : 6331
গতকাল ভিজিট : 18736
সর্বমোট ভিজিট : 52053769
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...