208 বার দেখা হয়েছে
"জীব বিজ্ঞান" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

বস্তুকে দেখার জন্যই আমাদের চোখ। ক্যামেরার মতোই এর কাজ। চোখের আকার গোলকের ন্যায়। চোখের কালো অংশকে বলে অচ্ছেদ- পটল (Cornea)। এই কালো অংশের মাঝখানে থাকে ছোট গোলাকার একটি ছিদ্রপথ। একে চোখের মণি (Pupil) বলে। এই ছিদ্রপথেই চোখে আলো প্রবেশ করে।

চোখের মণির পিছনে থাকে কনীনিকা (Lris)। এই কণীনিকা চোখে পতিত আলোর পরিমাণকে নিয়ন্ত্রিত করে। কনীনিকার পিছনে থাকে একটি উত্তল লেন্স (Convex lens)। চোখের সব থেকে পিছনের অংশে অক্ষিপট (Retina) বলে একটি পর্দা অবস্থিত থাকে। চোখ যে সকল বস্তু দেখতে পায়, তার প্রতিবিম্ব এই অক্ষিপটে সৃষ্টি হয়।

এডঃ আমার একটা প্রস্ন-উত্তর ওয়েবসাইট আছে, সময় হলে একটু ঘুরে আসতে পারেন।

Easyanswer ।। বিশাল প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা ওয়েবসাইট

অক্ষিপট এমন সব পদার্থের তৈরি (Rods and cones) যা অত্যন্ত আলোক সংবেদনশীল। অপটিক নার্ভ দ্বারা অক্ষিপট ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র স্থাপিত। চোখের লেন্স ও অক্ষিপটের অন্তবর্তী স্থানে ভিট্রিয়াস হিউমার (Vitreous humour) নামে এক প্রকার স্বচ্ছ জেলীর মতো তরল পদার্থ থাকে।

তেমনি করে লেন্স ও চোখের মণির অন্তবর্তী স্থানে একুয়াস হিউমার (Aqueous humour) নামে আর এক প্রকার তরল পদার্থ থাকে। চোখের সাদা অংশকে বলে শ্বেতমণ্ডল (Sclera)। এখন প্রশ্ন হলো-

 আমারা চোখ দিয়ে কিভাবে দেখি?

চোখ দিয়ে আমরা কিভাবে দেখি?
বস্তুকে দেখার জন্যই আমাদের চোখ। ক্যামেরার মতোই এর কাজ। চোখের আকার গোলকের ন্যায়। চোখের কালো অংশকে বলে অচ্ছেদ- পটল (Cornea)। এই কালো অংশের মাঝখানে থাকে ছোট গোলাকার একটি ছিদ্রপথ। একে চোখের মণি (Pupil) বলে। এই ছিদ্রপথেই চোখে আলো প্রবেশ করে। চোখের মণির পিছনে থাকে কনীনিকা (Lris)। এই কণীনিকা চোখে পতিত আলোর পরিমাণকে নিয়ন্ত্রিত করে। কনীনিকার পিছনে থাকে একটি উত্তল লেন্স (Convex lens)। চোখের সব থেকে পিছনের অংশে অক্ষিপট (Retina) বলে একটি পর্দা অবস্থিত থাকে। চোখ যে সকল বস্তু দেখতে পায়, তার প্রতিবিম্ব এই অক্ষিপটে সৃষ্টি হয়। অক্ষিপট এমন সব পদার্থের তৈরি (Rods and cones) যা অত্যন্ত আলোক সংবেদনশীল। অপটিক নার্ভ দ্বারা অক্ষিপট ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র স্থাপিত। চোখের লেন্স ও অক্ষিপটের অন্তবর্তী স্থানে ভিট্রিয়াস হিউমার (Vitreous humour) নামে এক প্রকার স্বচ্ছ জেলীর মতো তরল পদার্থ থাকে। তেমনি করে লেন্স ও চোখের মণির অন্তবর্তী স্থানে একুয়াস হিউমার (Aqueous humour) নামে আর এক প্রকার তরল পদার্থ থাকে। চোখের সাদা অংশকে বলে শ্বেতমণ্ডল (Sclera)। এখন প্রশ্ন হলো- আমরা কেমন করে দেখি? বস্তু থেকে আলো এসে আমাদের চোখের অচ্ছেদ-পটলের উপর পড়ে। চোখের লেন্সের মধ্য দিয়ে এই আলো অতিক্রান্ত হয়ে অক্ষিপটে বস্তুর এক অবশীর্ষ (Inverted) প্রতিবিম্ব গঠন করে। বিদ্যুৎ-সংকেতের মতো এই প্রতিবিম্ব অপটিক নার্ভের মধ্য দিয়ে মস্তিষ্কে গিয়ে পৌঁছে। মস্তিষ্ক এই প্রতিবিম্বকে আবার উলটে (Inverted) দিয়ে বস্তুর সর্বশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে এবং তখনই আমরা প্রকৃত বস্তুটিকে দেখতে পাই। এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ঘটে। যদি দুটি ভিন্ন ভিন্ন ঘটনা ১/৬ সেকেন্ডের মধ্যেই সংঘটিত হয় তাহলে ঐ দুটি ঘটনা অবিচ্ছিন্ন একটি ঘটনা রূপেই চোখে ধরা পড়বে। প্রেক্ষাগৃহে আমাদেরকে প্রতি সেকেন্ডে ১৬টি ছবি দেখানো হয়। তাই বিরামহীন দৃশ্য বা ঘটনা প্রবাহ আমাদের চোখে ফুটে ওঠে। আলো বেশি হলে কনীনিকা চোখকে সংকুচিত করে—আর কম আলোয় তাকে করে প্রসারিত। অক্ষিপটের শঙ্কু (Cone) আমাদেরকে বিভিন্ন বর্ণ বুঝতে সাহায্য করে। আর অক্ষিপটের দত্ত (Rods) আমাদেরকে সাহায্য করে কম আলোতে দেখতে। বেগুনি থেকে লাল পর্যন্ত সকল বর্ণের আলোর ক্ষেত্রেই আমাদের চোখ সংবেদনশীল ।

বস্তু থেকে আলো এসে আমাদের চোখের অচ্ছেদ-পটলের উপর পড়ে। চোখের লেন্সের মধ্য দিয়ে এই আলো অতিক্রান্ত হয়ে অক্ষিপটে বস্তুর এক অবশীর্ষ (Inverted) প্রতিবিম্ব গঠন করে। বিদ্যুৎ-সংকেতের মতো এই প্রতিবিম্ব অপটিক নার্ভের মধ্য দিয়ে মস্তিষ্কে গিয়ে পৌঁছে। মস্তিষ্ক এই প্রতিবিম্বকে আবার উলটে (Inverted) দিয়ে বস্তুর সর্বশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে এবং তখনই আমরা প্রকৃত বস্তুটিকে দেখতে পাই। এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ঘটে।

যদি দুটি ভিন্ন ভিন্ন ঘটনা ১/৬ সেকেন্ডের (আরও)

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
25 অক্টোবর, 2023 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর

36,084 টি প্রশ্ন

35,317 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,758 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
4 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 4 জন অতিথি
আজকে ভিজিট : 15100
গতকাল ভিজিট : 12229
সর্বমোট ভিজিট : 52043920
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...