আল্লাহ তায়ালা পৃথিবীতে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। হাদিস ও ইসলামী গ্রন্থ থেকে জানা যায়, মোট নবীর সংখ্যা ১,২৪,০০০ এবং রাসূলের সংখ্যা ৩১৩ জন। তবে কুরআনে মাত্র ২৫ জন নবী ও রাসূলের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে।
প্রতিটি রাসূল নবী হলেও, প্রতিটি নবী রাসূল নন। রাসূল হলেন সেই নবীগণ, যাঁদের নতুন শরীয়াহ ও কিতাব দিয়ে প্রেরণ করা হয়েছে।