চ্যাট জিপিটি (ChatGPT) OpenAI দ্বারা তৈরি। OpenAI প্রতিষ্ঠা করা হয় ২০১৫ সালে এলন মাস্ক, স্যাম আলটম্যান, গ্রেগ ব্রকম্যান, ইলিয়া সুতস্কেভার, জন শুলম্যান, এবং ওথমান রাজির মত কিছু প্রযুক্তি উদ্যোগপতির দ্বারা। তবে, চ্যাট জিপিটি সিস্টেমটি প্রথম প্রকাশিত হয় ২০২২ সালের নভেম্বর মাসে।