না, এটি সঠিক কথা নয়। আল্লাহ তায়ালা হযরত মুসা (আ.)-এর সাথে কথা বলেছেন বিশেষ এক ভাষায়, যা তৎকালীন হিব্রু বা মুসা (আ.)-এর নিজস্ব ভাষা ছিল। আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সব নবী ও রাসূলের কাছে তাঁদের নিজ জাতির ভাষাতেই ওহি (প্রত্যাদেশ) এসেছে।
কুরআনে বলা হয়েছে:
"আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে তিনি তাদের জন্য (বাণী) সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারেন।"
— (সূরা ইবরাহিম: ৪)
বাংলা ভাষা তখন ছিল না, কারণ এটি অনেক পরে বিকশিত একটি ভাষা। অতএব, আল্লাহ মুসা (আ.)-এর সাথে বাংলায় কথা বলেছেন—এমন ধারণা ভুল।